আমিরাতে আগুনে পুড়ে যাওয়া ৮০ ভাগ দোকানের মালিক বাংলাদেশি

বাংলাদেশি
বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশই বাংলাদেশি মালিকানাধীন বলে জানাগেছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদেশটির নতুন সানাইয়া সবজি মার্কেটের পাশে অবস্থিত পাবলিক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটটির শতাধিক দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কার্পেট, কম্বল, বোরকা, কেন্দুরা, ক্রোকারিজ, জুতা, জুয়েলারিসহ বিভিন্ন রকমের পণ্যের দোকান ছিল।

এক একটি দোকানের পজিশন ব্যয় ছিল ৩-৪ লাখ দিরহাম করে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে মার্কেট বন্ধ থাকার কারণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আজমান সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে দুবাই, শারজাহ এবং উম্মে আল কোয়াইন সিভিল ডিফেন্স স্টেশনগুলো আগুন নেভানো কাজে আজমান বাহিনীকে সাহায্য করে। আগুন নেভাতে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

অন্যদিকে ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার আহ্বান জানায় আজমান সিভিল ডিফেন্স।

সর্বশেষ আপডেট: ৬ আগস্ট ২০২০, ১৮:৩১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও