রায়হান কবির রিমান্ডে : বাংলাদেশ হাইকমিশনের কেউই পাশে নেই

রায়হান কবির
রায়হান কবির

রায়হান কবির রিমান্ডে, আজ (৬ অগাস্ট) তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চায় মালয়েশিয়ান পুলিশ। এরপর আদালত বাংলাদেশী প্রবাসী রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড মনজুর করে। তবে এসময় আদালতে ছিলেন না বাংলাদেশ হাইকমিশনের কোন কর্মকর্তা।
রায়হান কবির রিমান্ডে : বাংলাদেশ হাইকমিশনের কেউই পাশে নেই !

তাঁর আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে বলেন যে “দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ হাইকমিশন থেকে আজ কেউ উপস্থিত ছিলেন না। অথচ রায়হানকে আদালতে তোলা হচ্ছে এটা গতকাল রাতেই সবাই জেনেছিল”

সুমিতা জানান রায়হান কবির তাঁর আগের বক্তব্যতেই স্থির রয়েছেন। তিনি কোভিড-১৯ লকডাউন চলাকালীন মালয়েশিয়ান পুলিশের যে সকল হয়রানী ও নির্যাতন দেখেছেন সে ব্যাপারেই কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বক্তব্য রেখেছেন।

উল্লেখ্য যে কিছু দিন আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। ২৬ মিনিটের ওই প্রামাণ্যচিত্রের ৫ মিনিটের দিকে রায়হান কবিরকে কথা বলতে দেখা যায়। সেখানে রায়হান কবির সহ বিভিন্ন দেশের আরো অনেক প্রবাসী জানান লকডাউনের সময় পুলিশ প্রবাসী/অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে প্রচুর নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ চালাচ্ছে।

সর্বশেষ আপডেট: ৭ আগস্ট ২০২০, ০২:১৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও