ক্রমেই গন্তব্য বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ।
বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ শুক্রবার নিশ্চিত করেছে যে এটি নিউজিল্যান্ড থেকে আবারও বিমান শুরু করবে।
১৯ আগস্ট থেকে কাতার এয়ারওয়েজ অকল্যান্ড থেকে ব্রিসবেন তারপরে দোহায় সপ্তাহে তিনবার ফ্লাইট পরিচালনা করবে।
বিমানসংস্থাটি জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রবেশের নিষেধাজ্ঞাগুলি কমিয়ে আনতে অভ্যন্তরীণ পরিষেবা চালু করা হলে প্রাথমিকভাবে এটি কেবল অকল্যান্ডের বহিরাগত যাত্রী বহন করবে।
অকল্যান্ড বিমানবন্দরের জেনারেল ম্যানেজার অ্যারোনটিকাল কমার্শিয়াল স্কট টাস্কার বলেছেন “অকল্যান্ড বিমানবন্দর নিয়মিত কাতার এয়ারওয়েজ পরিষেবাগুলি স্বাগত জানাতে পেরে খুশি”।
সর্বশেষ আপডেট: ৮ আগস্ট ২০২০, ১৮:০৭
পাঠকের মন্তব্য