করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সৌদি আরবে বন্ধ রাখা হয়েছে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট, এবং এখনো বাইরের কোন দেশ থেকে সৌদি আরবে কোন ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। তবে, সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন শহর থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী সকল প্রবাসী বাংলাদেশীর জন্য রেজিস্ট্রেশন চালু করা হয়েছে
জেদ্দা-ঢাকা রুটে বিমান এর ১৪ আগস্টের বিশেষ ফ্লাইটের জন্য রেজিস্ট্রেশন চলছে!
আগামী ১৪ আগস্টের জেদ্দা-ঢাকা রুটের এই বিশেষ ফ্লাইটের ভাড়া ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য ২২০০ সৌদি রিয়াল, এবং বিজনেস ক্লাসের জন্য ৩২০০ সৌদি রিয়াল। ইকোনমি ক্লাসের যাত্রীরা সাথে করে সর্বোমোট ৪০ কেজি ওজনের ২টি লাগেজ এবং ১টি হ্যান্ডব্যাগ, এবং বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বমোট ৫০ কেজি ওজনের ২টি লাগেজ এবং একটি হ্যান্ডব্যাগ আনতে পারবেন।
জেদ্দা-ঢাকা এর ১৪ আগস্ট এর এই বিশেষ ফ্লাইটের টিকিট কিনতে আগ্রহী সকল প্রবাসীকে এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে >>
>>রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন<<
রেজিস্ট্রেশনকৃত যাত্রীরা বিমান বাংলাদেশ এর জেদ্দা অফিস থেকে নিজেদের অরিজিনাল পাসপোর্ট এবং ইকামা বা এক্সিট/রিএন্ট্রি ভিসা দেখিতে টিকিট কিনতে পারবেন। রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে যারা আগে বিমান জেদ্দা অফিসে যাবেন তারা আগে টিকিট ক্রয় করতে পারবেন।
পাঠকের মন্তব্য