আমদানি করা হিমায়িত সামুদ্রিক খাবারের মধ্যে করোনা খুঁজে পেয়েছে চীনা কর্তৃপক্ষ, যা বন্দরনগরী ডালিয়ান থেকে এসেছে।
সম্প্রতি উত্তরপূর্বাঞ্চলের শহরটি নতুন গুচ্ছ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।
শানডং প্রদেশের পূর্বাঞ্চলের বন্দরনগরী ইয়ানতাইয়ের তিনটি কোম্পানি ওই হিমায়িত সামুদ্রিক খাবার কিনেছিল।
ইয়ানতাই শহরের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সামুদ্রিক খাবারের ওই চালানটি আমদানি করে ডালিয়ানে রাখা হয়েছিল।
তবে তা কোথায় থেকে এসেছিল জানায়নি কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে ইকুয়েডর থেকে আমদানি করা হিমায়িত চিংড়ির মধ্যে করোনা খুঁজে পেয়েছিলেন লিয়াওনিংয়ের অন্যতম প্রধান বন্দর ডালিয়ানের কাস্টমস কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তিন ইকুয়েডরিয়ান চিংড়ি কর্তৃপক্ষের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় চীন।
সর্বশেষ আপডেট: ১২ আগস্ট ২০২০, ১৭:৫৭
পাঠকের মন্তব্য