গত শুক্রবার প্রায় সম্পন্ন হওয়া গেটের চেহারা সকল দর্শকের কাছে উম্মুক্ত করা হয়। কাবা শরীফ থেকে প্রায় ৩০০ মিটার দূরে অবস্থিত এই গেটটির উচ্চতা ৫১ মিটার, এবং প্রতিটি খিলান এর উচ্চতা ২০ মিটার করে।
কাবা শরীফের গ্র্যান্ড মসজিদের নতুন এই মূল প্রবেশপথ অর্থাৎ কিং আব্দুল আজিজ গেটের দুটি মিনারের প্রত্যেক্টির উচ্চতা ১৩৭ মিটার করে নির্মান করা হয়েছে, যা আগে ছিলো ৭০ মিটার করে। এরফলে কাবা শরীফ থেকে প্রায় ৩০০ মিটার দুরত্বে হলেও গেটে অবস্থানকালেই সকল ধর্মপ্রান মুসলিমরা পবিত্র কাবা শরীফ দেখতে পাবেন।
সর্বশেষ আপডেট: ১৩ জুলাই ২০২০, ২১:০১
পাঠকের মন্তব্য