বিগত সোমবারে সৌদি বর্ডার গার্ডরা দেশের দক্ষিণ প্রান্তের সীমান্ত থেকে চোরাচালানের চেষ্টা করা ৯৪৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করেছে!
সৌদি বর্ডারে চোরাচালানের সময় ৯৪৮ কেজি গাঁজা জব্দ!
সৌদি প্রেস এজেন্সি এর একটি রিপোর্টে জানানো হয়, গত সোমবারে দেশের দক্ষিণ এলাকার সীমান্ত থেকে চোরাচালানের সময় ৯৪৮ কেজি গাঁজা জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী। এছাড়াও সীমান্তে যেই ব্যক্তি এই গাঁজা রিসিভ করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া এই ব্যক্তি একজন সৌদি নাগরিক, এবং অতীতেও তার নামে অভিযোগ ছিলো বলে জানা গিয়েছে।
সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মিসফার বিন ঘান্নাম আল কুরাইনি গণমাধ্যমকে জানান, সৌদি আরবের সীমান্তগুলোতে বর্তমানে অভিযান চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তে মাদকদ্রব্য চোরাচালানকারীদের খুজে বের করা এবং মাদকের চালান জব্দ করা, এবং দেশে সকল প্রকার মাদকদ্রব্য প্রবেশ প্রতিরোধ করা
সর্বশেষ আপডেট: ১৪ আগস্ট ২০২০, ২৩:৪০
পাঠকের মন্তব্য