সৌদিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২৭ আগস্ট দাম্মাম থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (১৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনার কারণে সৌদি আরবের দাম্মামে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিজনেস শ্রেণির আসনে ভাড়া অ্যাডাল্ট তিন হাজার সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স এবং
ইনফ্যান্ট (দুই বছরের নিচে) মূল ভাড়ার ২৫শতাংশ ও ট্যাক্স দিতে হবে। ফ্রী ব্যাগেজ দুই পিস সর্বমোট ৫৫ কিলো, হাত ব্যাগ এক পিস ৭ কিলো।
ইকোনমি আসনে ভাড়া অ্যাডাল্ট ২১৫০ সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স এবং
ইনফ্যান্ট (দুই বছরের নিচে) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স দিতে হবে। ফ্রী ব্যাগেজ দুই পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ একটি পিস ৭ কিলো।
বিশেষ এক্সেস ব্যাগেজ এক পিস মাত্র ২৩ কিলো ৪০০ সৌদি রিয়াল দিতে হবে।
রেজিস্টার করা যাত্রীরা শুধু বিমান দাম্মাম অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/এক্সিট দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।
সৌদি ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।
পাঠকের মন্তব্য