করোনাভাইরাসে কারণে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি আরব থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ! এরই ধারাবাহিকতায় আগামী ২১ আগস্ট জেদ্দা-ঢাকা এর বিশেষ ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু করা হয়েছে!
জেদ্দা-ঢাকা ২১ আগস্ট এর বিশেষ ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু হয়েছে!
২১ আগস্ট এর জেদ্দা-ঢাকা এর এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে ইচ্ছুক সকল প্রবাসীকে এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
>>রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই লিংকে<<
লিংকে নির্দিষ্ট সংখ্যক মানুষ রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন করা প্রবাসীরা জেদ্দার বিমান বাংলাদেশ এর অফিস থেকে নিজেদের অরিজিনাল পাসপোর্ট এবং ইকামা/এক্সিট ভিসা প্রদর্শন করে টিকিট কিনতে পারবেন। রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে যারা আগে যাবেন তারা আগে টিকিট কিনতে পারবেন।
২১ আগস্ট জেদ্দা-ঢাকা এর এই বিশেষ ফ্লাইটের ভাড়া ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য ২২০০ সৌদি রিয়াল, এবং বিজনেস ক্লাসের জন্য ৩২০০ সৌদি রিয়াল। ইকোনমি ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের একটি হাতব্যাগ এবং ২টি লাগেজ (সর্বমোট ৪০ কেজি) সাথে করে আনতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের একটি হাতব্যাগ এবং ২ টি লাগেজ (সর্বোচ্চ ৫০ কেজি) সাথে করে আনতে পারবেন।
এই ফ্লাইটে দেশে আসা সকলকে বিমানে প্রবেশের পূর্বে সৌদি হাসপাতাল বা ক্লিনিক থেকে “করোনায় আক্রান্ত নন/করোনার উপসর্গ নেই” মর্মে সার্টিফিকেট সংগ্রহ করে সাথে রাখতে হবে এবং কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে।
সর্বশেষ আপডেট: ১৫ আগস্ট ২০২০, ১৫:৫৩
পাঠকের মন্তব্য