করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা। আগামী ১৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আগামী ১৬ আগস্ট ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।
আগামী ১৮ আগস্ট থেকে যাত্রীদের নিয়ে ঢাকা থেকে মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুয়ালালামপুর যাবে বিমানের ফ্লাইট। বুধবার ও শনিবার ভোর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এদিকে ১৬ আগস্ট থেকে ইউএস-বাংলার ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে। করোনাকালীন অভ্যন্তরীণ রুটের ধারাবাহিকতায় এশিয়ার অন্যতম গন্তব্য কুয়ালালামপুরে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে কুয়ালালামপুরে পুনরায় ফ্লাইট পরিচালনা করা হবে। বৃহস্পতি ও রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং কুয়ালালামপুর থেকে একই দিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
সর্বশেষ আপডেট: ১৫ আগস্ট ২০২০, ১৯:২৬
পাঠকের মন্তব্য