আইয়ুব বাচ্চু। ডাক নাম রবিন।
ভালোবেসে গানের মানুষেরা ডাকতেন ‘এবি’ বলে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন তিনি।
আজ (১৬ আগস্ট) তার ৫৮তম জন্মদিন। কিন্তু তিনি আজ নেই। অসংখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান ব্যান্ডসংগীতের উজ্জ্বল এই নক্ষত্র।
কিন্তু নেই হয়েও তিনি আছেন। তিনি থাকবেন। কারণ, তিনি আইয়ুব বাচ্চু। দেশীয় ব্যান্ড সংগীতের মধ্যমণি। সুরে-গানে-সংগীতে তিনি বেঁচে থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্মদিনে ভক্ত-অনুরাগী ও সংগীত প্রেমিদের শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা সেই ঈঙ্গিতই স্পষ্ট করে।
মানে, আইয়ুব বাচ্চু ছিলেন, আছেন এবং থাকবেন।
পাঠকের মন্তব্য