চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবী ফ্লাইট চালুর দাবিতে চসিক প্রশাসকের জরুরি চিঠি

চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবী ফ্লাইট চালুর দাবিতে চসিক প্রশাসকের জরুরি চিঠি
চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবী ফ্লাইট চালুর দাবিতে চসিক প্রশাসকের জরুরি চিঠি

চট্টগ্রাম ব্যুরো : আবুধাবি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম থেকে চালু করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বরাবরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

গতকাল রোববার প্রদত্ত চিঠিতে প্রশাসক সুজন উল্লেখ করেন যে, ‘আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চট্টগ্রামের বিশাল সংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসেন।

সাম্প্রতিককালে আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে বিমান চলাচল শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রবাসীদের ফিরে যাওয়া শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশ বিমানের টিকেট সহজলভ্য না হওয়ায় এবং চট্টগ্রাম থেকে ফ্লাইট না থাকার কারণে চট্টগ্রামের প্রবাসীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করে দালালের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হচ্ছে মর্মে ভুক্তভোগীরা অভিযোগ করছেন।

আবার অনেকেই অতিরিক্ত মূল্য দিয়েও টিকেট পাচ্ছেন না। এ হয়রানি দূরীকরণে চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত ১টি দুবাইগামী ফ্লাইট চালু করা বাঞ্ছনীয়। নয়তো ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট কোটা সংরক্ষণ করা হলেও হয়রানি লাঘব হতে পারে।

এ বিষেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য চসিক প্রশাসক চিঠিতে উল্লেখ করেন।

এ ছাড়া চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন। তিনি সপ্তাহে এক দিন চট্টগ্রামে বসবাসরত প্রবাসীদের জন্য সরাসরি ‘চট্টগ্রাম টু আবুধাবী’ ফ্লাইট চালুর ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রশাসককে আশ্বস্থ করেছেন বলে চসিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২০, ২২:৪২
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও