সৌদি আরবের ওপর দিয়ে ইসরায়েল-আমিরাতের ফ্লাইট!

সৌদি আরবের ওপর দিয়ে ইসরায়েল-আমিরাতের ফ্লাইট!
সৌদি আরবের ওপর দিয়ে ইসরায়েল-আমিরাতের ফ্লাইট!

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের আলোচনা চলছে।
দুই পক্ষের শান্তিচুক্তির পর সে আলোচনা আরো জোরদার হয়েছে।

ইতোমধ্যে ইসরায়েলের বৃহৎ বিমানসংস্থা ‘ইসরাইর’ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইটের বিষয়ে কথা বলতে শুরু করেছে।
যদি এই পরিষেবা শুরু হয়, তাহলে সৌদি আরবের ওপর দিয়ে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সরাসরি ফ্লাইট চলবে।

এ প্রসঙ্গে আমিরাতের অন্যতম বড় ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর বলেন, আমার দল ইতোমধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা শুরু করেছে।
রোববার বিকেলে তাদের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল এবং ব্যবসায়ীদের জন্য চার্টার্ড বিমানের বিষয়ে একটি অনলাইন বৈঠক হয়েছে।

বিষয়টি ইসরাইরের প্রধান কর্মকর্তা উরি সারকিসাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিমান চলাচলের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে আমিরাতে বিমান অবতরণের অনুমতি প্রাপ্তির অপেক্ষায় আছি আমরা।

সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০২০, ১০:৩৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও