সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে ফেরত আসা প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা করে আবারো বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
একই সঙ্গে যেসব যাত্রীর বাংলাদেশ বিমানের টিকেট বুকিং দেওয়া আছে, পরবর্তী ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ বিমান তাদের টিকেট দেবে এজন্য যাত্রীদের অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না বলে জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের বিদেশে গমন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইনে জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। প্রবাসী কর্মীরা যাতে সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যেতে পারে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে লক্ষ্য রাখতে হবে। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিদেশে গমনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অব্যহত থাকবে।
সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০২০, ১১:০৯
পাঠকের মন্তব্য