আগামী ২০ আগস্ট থেকে সৌদি আরবের আরো ৯টি সেক্টরে প্রায় ৭০ শতাংশ সৌদিকরণ করতে যাচ্ছে সরকার। সৌদি সরকার এর ভিশন ২০৩০ বাস্তবায়ন এর লক্ষ্যে অনেকদিন ধরেই সৌদিকরণ শুরু হয়েছে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে, এবং এরই ফলাফল হিসেবে নতুন করে ৯টি সেক্টরে ৭০ শতাংশ সৌদিকরণ শুরু হয়েছে।
সৌদি আরবের আরো ৯টি সেক্টর ৭০ শতাংশ সৌদিকরণ হতে যাচ্ছে!
আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার সৌদি আরবে ৯টি সেক্টরে ৭০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এই সেক্টরগুলো হলোঃ
শিশুদের টয়া স্টোর বা খেলনার দোকান
গিফট শপ বা এন্টিক শপ
ফল, সবজি বিক্রির দোকান
কৃষি সংক্রান্ত, কৃষি কাজে ব্যবহৃত হয় এমন জিনিসপত্রের দোকান
কফি শপ
মাছ-মাংসের দোকান ও বিভিন্ন প্রাকৃতিক তেলের দোকান
প্লাস্টিকের জিনিসপত্র, ক্লিনিং ইকুইপমেন্ট, পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত হয় এরকম দোকান
মসলা, ঘি-মাখন ও মধু বিক্রয়ের দোকান।
লাইব্রেরী-স্টেশনারি ও শিক্ষার্থীদের পরিষেবা
উল্লেখ্য যে, ইতিপূর্বে ফল ও সবজির দোকানে সৌদিকরণ করা হলেও অনেক দোকান মালিক বা ব্যবসায়ীই এই নিয়ম মানছিলেন না, তবে বর্তমানের আগামী ২০ আগস্ট থেকে এসকল সেক্টরের সকল দোকানে ৭০ শতাংশ সৌদি কর্মচারী রাখতে হবে। যা তদারকি করবে সরকারি সংস্থা।
সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০২০, ১৪:৫৩
পাঠকের মন্তব্য