সদ্য চালু হওয়া আবুধাবি রুটের ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আবুধাবি এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশটিতে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছিলো তা কমিয়ে ২টি করা হয়েছে।
এতে বলা হয়, এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছেন না বিধায় তাদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।
তবে আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৩১শে আগস্ট পর্যন্ত সপ্তাহে দুইটি টি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এম্পলয়মেন্ট ভিসা ধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে বলেও ও্ই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
পাঠকের মন্তব্য