অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহাযোগী শিপ্রা দেবনাথের জব্দকৃত মালামাল র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
এর মধ্যে রয়েছে মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ধরনের মালামাল রয়েছে।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক প্রেস ব্রিফিংয়ে মো. আশিক বিল্লাহ বলেন, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরিসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে আছে। মামলার তদন্ত কার্যক্রমে এসব কম্পিউটার ডিভাইসহ আলামত কাজে লাগবে। ফলে এসব জিনিসপত্র হস্থান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
পাঠকের মন্তব্য