‘ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হবে’

‘ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হবে’
‘ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হবে’

আরও চার বছরের জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করলেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন।
দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দিতে ভোটারদের আহ্বান জানালেন তিনি।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন ক্লিনটন। জনপ্রিয়তা ভোট জিতলেও ইলেক্টোরাল কলেজে হেরে যান সাবেক ফার্স্ট লেডি।
বুধবার (১৯ আগস্ট) নির্বাচনী সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “চার বছর ধরে লোকেরা আমাকে বলছে ‘আমি বুঝতেই পারিনি সে (ট্রাম্প) কতটা বিপজ্জনক।’ আমি যদি আবার ফিরে যেতে পারতাম, আবারও যদি ভোট চাইতে পারতাম।”

এবারের ট্রাম্পকে হারাতে ডেমোক্রেটদের পক্ষে উপচে পড়া ভোট চাইলেন তিনি।
গত নির্বাচনে রাশিয়ানদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে ক্লিনটন বলেছেন, ‘ডেমোক্রেটদের অসংখ্য ভোট দরকার, যেন ট্রাম্প জয় ছিনিয়ে নিতে না পারে।
এবার আরেকটি যেমন তেমন নির্বাচন হওয়া চলবে না। আপনারা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।
যদি মেইল ভোট দিতে চান, তাহলেই এখনই ব্যালট চেয়ে রাখুন এবং যত দ্রুত পারা যায় কেন্দ্রে পাঠান।’

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ১২:৪৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও