সংযুক্ত আরব আমিরাতের দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানভিত্তিক মাহান এয়ার এর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বুধবার কোম্পানি দুটির ওপর এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার শিকার দুই আমিরাতি প্রতিষ্ঠান হচ্ছে পার্থিয়া কার্গো এবং ডেল্টা পার্টস সাপ্লাই এফজেডসি।
ট্রাম্প প্রশাসন বলছে, অভিযুক্ত দুই প্রতিষ্ঠান মার্কিন কালো তালিকাভুক্ত ইরানের মাহান এয়ারকে নানা গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে।
পার্থিয়া কার্গোর মালিক আমিন মাহদাভি ইরানি বংশোদ্ভূত হলেও তার বসবাস আমিরাতে। তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বলেছেন, ইরানের কর্তৃপক্ষ সিরিয়া ও ভেনেজুয়েলার দুর্নীতিবাজ সরকারকে সহায়তার পাশাপাশি বিশ্বজুড়ে তার অস্থিতিশীল এজেন্ডা ছড়িয়ে দেওয়ার জন্য মহান এয়ারকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই বিমান সংস্থাকে যারা সহায়তা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থগিত করা আগের সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ আগস্ট বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এই নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছি যে, ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।
সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ২০:১৫
পাঠকের মন্তব্য