আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী কাল ২১ আগস্ট বিমান রিয়াদ থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
আগ্রহী যাত্রীদের বিমানে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানের ওয়েবসাইটে লিংক দেয়া আছে। ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।
ভাড়া:
বিজিনেস ক্লাস:
এডাল্ট ৩০০০ সউদী রিয়াল।
চাইল্ড (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ ২ পিস সর্বমোট ৫৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
ইকোনমি ক্লাস:
এডাল্ট ২১৫০ সউদী রিয়াল।
চাইল্ড (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
বিশেষ এক্সেস ব্যাগেজ ০১ পিস্ মাত্র / ২৩ কিলো ৪০০ সৌদি রিয়াল নেট।
শুধুমাত্র বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীগণ অরিজিনাল পাসপোর্ট, ভিসা ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন ।
যোগাযোগ ফোন / মোবাইল:
Sales Supervisor / Ticketing Staff
Mobile: 056 752 7322,056 564 4671,054 924 4183
Land phone: 4623537, 4623376 EXT-103/102/103
সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে।
সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ২০:২৮
পাঠকের মন্তব্য