আগামী বছরে শতভাগ ফ্লাইট চালুর আশা এমরিটস এয়ারলাইন্সের

আগামী বছরে শতভাগ ফ্লাইট চালুর আশা এমরিটস এয়ারলাইন্সের
আগামী বছরে শতভাগ ফ্লাইট চালুর আশা এমরিটস এয়ারলাইন্সের

আগামী বছরের গ্রীষ্মের আগেই এমিরেটস এয়ারলাইন্স তাদের ১৪৩টি গন্তব্যে শতভাগ ফ্লাইট চালু করতে পারবে। এমন আশার কথা জানিয়েছেন বিমানসংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা আদেল আল-রেধা।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভাইরাসটির সংক্রমণ রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রায় সব দেশের সীমানাই বন্ধ করে রাখা হয়েছে।
এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিমান পরিবহন বাণিজ্য। এমিরেটসের ওয়েবসাইটের তথ্য মতে, সংস্থাটি বর্তমানে ৮০টির মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

চলতি সপ্তাহে মার্কিন গণমাধ্যম সিএনবিসি’কে দেয়া সাক্ষাৎকারে আদেল আল-রেধা বলেন,
এটা সহজেই বলতে পারি যে ২০২১ সালের গ্রীষ্মের আগেই আমরা আমাদের ১৪৩টি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করতে পারবো।

করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ থেকে অনেক অঞ্চল ও অনেক দেশের সরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন আদেল।
ওই সাক্ষাৎকারে আদেল বলেন, আমরা যদি এক মাসের আগের সঙ্গে তুলনা করি; দেখা যাবে সেই তুলনায় আমরা বর্তমানে দ্বিগুন যাত্রী পরিবহন করছি।
জুলাই ও আগস্টে এয়ারলাইন্সগুলো প্রত্যাশার চেয়ে ভালো করছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ২২:৪৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও