কাতার এয়ারওয়েজ গন্তব্য বাড়ালো

কাতার এয়ারওয়েজ গন্তব্য বাড়ালো
কাতার এয়ারওয়েজ গন্তব্য বাড়ালো

কাতার এয়ারওয়েজ ১২ আগস্ট থেকে সিবুতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

কাতারের পতাকাবাহী বাহকটি সপ্তাহে ছয়বার ক্লার্কের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে।

এয়ারলাইন দৈনিক তুরস্কের আঙ্কারায়ও ফ্লাইট বাড়িয়েছে; ঢাকা, জাকার্তা, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় ফ্লাইট বাড়িয়েছে।

এ ছাড়া কাতার এয়ারওয়েজ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আবারও ফ্লাইট শুরু করছে; অকল্যান্ড, হিউস্টন, টেক্সাস, কিগালি, লন্ডন গ্যাটউইক, নাইরোবি, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, এবং পাকিস্তানের শিয়ালকোটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

কাতার এয়ারওয়েজ গ্রুপের চিফ এক্সিকিউটিভ আকবর আল বাকের জোর দিয়ে বলেছিলেন, “মহামারী শুরুর পর থেকে আমাদের নেটওয়ার্কটি পাঁচটি মহাদেশের অব্যাহত পরিষেবা দিয়ে ৩০ টি গন্তব্যের নিচে কখনই নেমে আসেনি।”

সর্বশেষ আপডেট: ২১ আগস্ট ২০২০, ১১:৩২
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও