সৌদিতে পুলিশের হাতে ৫০০ মিলিয়ন সৌদি রিয়াল পাচারকারী দল গ্রেফতার

রিয়াদ পুলিশের হাতে ৫০০ মিলিয়ন সৌদি রিয়াল পাচারকারী দল গ্রেফতার ! এই ৮ সদস্যের পাচারকারী দলটি অবৈধ উপায়ে ঐ বিপুল পরিমান অর্থ পাচার করছিল। রিয়াদ পুলিশের মিডিয়ামুখপাত্র মেজর খালেদ আল ক্রেদিস গতকাল(২০ আগস্ট) এই তথ্যের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
রিয়াদ পুলিশের হাতে ৫০০ মিলিয়ন সৌদি রিয়াল পাচারকারী দল গ্রেফতার !

জানা যায় ৮ সদস্য বিশিস্ট ঐ পাচারকারী দলের ৫ জন সুদানের এবং বাকী ৩ জন সৌদি আরবের নাগরিক।

তারা ৫০০ মিলিয়নেরও অধিক সৌদি রিয়াল পাচার করার পায়তারা কষছিল।

অনিয়মিত চ্যানেল ব্যবহারের মাধ্যমে এভাবে সৌদি রিয়াল পাচার হয়ে থাকে। মূলত ৫ সুদানি নাগরিক এই পাচারের মূল হোতা। বাকী ৩ সৌদি নাগরিক মূলত তাদের সহায়তা করছিল।

রিয়াদ পুলিশ তাদের কাছে আরো বড় অঙ্কের সৌদি রিয়াল পেয়েছে। কিন্তু তার সঠিক উৎস ঐ পাচারকারী দল দিতে পারছে না।

জানা যায় সেই অঙ্কটি প্রায় ২ মিলিয়ন সৌদি রিয়াল।

ঐ ৮ সদস্য বিশিস্ট দলটির সবাইকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের খুব তাড়াতাড়িই বিচারের সম্মুখীন করা হবে।

উল্লেখ্য যে সৌদি আরবে অবৈধ টাকা পাচারের ঘটনা প্রায় সময়েই ঘটে থাকে। প্রায় সময়েই মধ্যপ্রাচ্যের অন্য দেশের নাগরিকেরাই বেশীরভাগ এই পাচারের কাজে জড়িত থাকে।

দক্ষিন এশীয় বিশেষ করে পাকিস্তানীদের জড়িত থাকার সংবাদ ও কখনো কখনো পাওয়া যায়।

সর্বশেষ আপডেট: ২১ আগস্ট ২০২০, ২২:৩৮
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও