বিমানের টিকেটের সীমাহীন দাম বাড়ায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
একইসঙ্গে তাদের অভিযোগ, বিদেশ ফেরত যাত্রীদের কাছ থেকে করোনা পরীক্ষার জন্য মাত্রাতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের বিমান কর্তৃপক্ষ।
মহামারির কারণে অন্যান্য দেশের মতো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতের প্রবাসীরা বাংলাদেশিরাও।
এরমধ্যে বিমানসহ অন্য এয়ারলাইন্সগুলোর বাড়িয়েছে টিকিটের দাম।
প্রবাসীদের অভিযোগ, দেশ থেকে আমিরাত ফিরতে করোনা পরীক্ষার জন্য মাত্রাতিরিক্ত ফি দেওয়াসহ, অতিক্রম করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
এতে চরম উৎকণ্ঠিত তারা।
এরইমধ্যে সম্প্রতি আবুধাবি এয়ারপোর্টে আটকা পড়ে কিছু যাত্রী দেশে ফেরত যায়। এ অবস্থায় সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি প্রবাসীদের।
প্রবাসী ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, ‘যারা ভুক্তভোগী তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করি উদ্যোগ নেবে।’
সর্বশেষ আপডেট: ২২ আগস্ট ২০২০, ২৩:০৫
পাঠকের মন্তব্য