সৌদিতে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে মসজিদে, খোলা ময়দানে নয়

মসজিদ, ঈদুল আযহা, সৌদি
মসজিদ, ঈদুল আযহা, সৌদি

এই ঘোষণা দিয়ে ১৩ জুলাই সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে সৌদি ইসলামী মন্ত্রণালয় এবং ঐ বিজ্ঞপ্তি ইতিমধ্যে সৌদি আরবের সকল অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সৌদি আরবে এই বছর ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে মসজিদে বড় বড় মসজিদ সহ উপযুক্ত মসজিদ সমূহে। এ জন্য মসজিদসমূহ তৈরি করা হচ্ছে।

শেখ আবদুললাতিফ আল শেইখ জানান যে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে এবার কোন খোলা ময়দানে নামাজ আদায় হবে না।

এই জন্য মসজিদ সমূহে করোনা মোকাবেলায় যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

যথারীতি মসজিদের প্রবেশ পথে স্যানিটাইজার থাকবে
মসজিদে আবশ্যক ভাবে মাস্ক পরে প্রবেশ করতে হবে।

বয়স্ক ও অসুস্থদের বাসায় থেকে ঈদ নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেট: ১৬ জুলাই ২০২০, ০৩:৫৯
saudigazette
অনলাইন পোর্টাল

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও