বর্তমানে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের স্বাস্থ্য ব্যবস্থা এবং দেশের বিভিন্ন শহরের তথ্য পর্যবেক্ষন করে আগামী ৩০ আগস্ট থেকে সৌদি আরবের সকল সরকারি সেক্টরের কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন।সৌদি আরবের সকল সরকারি সেক্টরের কর্মচারী ৩০ আগস্ট থেকে কর্মক্ষেত্রে ফিরছেন!সৌদি আরবের হিউম্যান রিসোর্স এবং সোশিয়াল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি জানিয়েছে, সৌদি আরবের সকল সরকারি সেক্টরে কর্মচারীদের ফিরে আসার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও প্রতিরোধ নিশ্চিত করা হবে।
একটি অফিশিয়াল সোর্স আরো জানিয়েছে, যেকোন প্রতিষ্ঠানের হেড অফ অথোরিটি বা দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট সংখ্যক কর্মচারীদের বাড়িতে রেখে রিমোটলি কাজ করার নির্দেশনা দিতে পারবেন, তবে এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।প্রথমত, মোট কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মচারী রিমোটলি বাড়িতে বসে কাজ করতে পারবেন। দ্বীতিয়ত, যাদের উপরে দায়িত্বরত কাজ রিমোটলি করা সম্ভব, শুধুমাত্র তারাই রিমোটলি কাজ করবেন।
তৃতীয়ত, যেসকল গ্রুপের করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা সবচাইতে বেশি, তারা বাড়িতে থেকে কাজ করবেন।
চতুর্থত, সকল কর্মচারীর হাজিরা পরিবর্তিত কর্মঘন্টার হিসেবে গণনা করা হবে।পঞ্চম ও সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সকল অফিসে হাজিরা বা যেকোন ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবহার বন্ধ থাকবে।
সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০২০, ১২:৪০
পাঠকের মন্তব্য