লেবানন থেকে ৪০৬ বাংলাদেশি ফিরলেন বিমানে

লেবানন থেকে ৪০৬ বাংলাদেশি ফিরলেন বিমানে
লেবানন থেকে ৪০৬ বাংলাদেশি ফিরলেন বিমানে

লেবানন থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ৪০৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় বিকেল ৪টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয়ে রাত পৌনে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা মহামারীর আগে থেকেই লেবাননে অনেক বাংলাদেশি আটকা পড়েন। এরইমধ্যে চলতি মাসের শুরুতে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় তাদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

গত বছরের সেপ্টেম্বরে লেবানন সরকারের বিশেষ সুযোগে পুরুষরা ৪ ও নারীরা ৩ লাখ লেবানিজ পাউন্ড জরিমানা এবং বিমান টিকিট বাবদ ৩০০ মার্কিন ডলার জমা দিয়ে দেশে ফেরার সুযোগ পান। সে সময়ে নিবন্ধন করেন সাড়ে সাত হাজারের বেশি বাংলাদেশি। এদের মধ্যে দেড় হাজার প্রবাসী ফিরতে পারলেও করোনা সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন, ফ্লাইট ও বিমানবন্দর বন্ধের কারণে বাকিরা ফিরতে পারেননি।

গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরে জোড়া বিস্ফোরণে পাঁচ বাংলাদেশিসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়। এরপর বাংলাদেশ সরকার জরুরি খাদ্য ও ওষুধসামগ্রী সহায়তা পাঠায়। সে সময় বাংলাদেশ বিমান বাহিনীর ওই উড়োজাহাজে ৭১ প্রবাসী ফিরে আসেন।

সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০২০, ১৯:৩৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও