কাতারে প্রবাসী শ্রমিকদের বেতন না দিয়ে দুই কোটিরও বেশি টাকা নিয়ে পালিয়ে গেছেন বাবুল মিয়া নামে এক বাংলাদেশি নাগরিক।
স্থানীয় সময় ২৩ আগস্ট রাতে কাতারের রাজধানী দোহা ফিরোজ আবদুল আজিজ এলাকায় প্রতারক বাবুল মিয়ার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা।
জানা গেছে, প্রতারক বাবুল মিয়ার দেশের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর সদর থানার পারবতিনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামে।
গত ১১ আগস্ট কাতার থেকে গোপনে বাংলাদেশে পালিয়ে যান তিনি।
অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করে বিচারের দাবী জানানোর পাশাপাশি ভুক্তভোগী প্রবাসী শ্রমিকদের মজুরি ফেরত পেতে দেশটির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন শ্রমিকরা।
সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট ২০২০, ১০:০৩
পাঠকের মন্তব্য