সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) এক ঘোষণায় জানিয়েছে, যেসকল সৌদি নাগরিক বর্তমানে সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করছেন, আটকে আছেন, তারা নিজেদের পরিবারের সদস্য ও প্রবাসী গৃহকর্মীদের নিয়ে স্থলপথে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন!
সৌদি নাগরিক এবং তাদের প্রবাসী কর্মীরা স্থলপথে সৌদি আরবে ফিরে আসতে পারবেন!
জাওয়াজাতের এই ঘোষণামতে, পুরুষ ও নারী সৌদি নাগরিক, তাদের নন-সৌদি পরিবারের সদস্য যেমন স্বামী, স্ত্রী, সন্তান এবং তাদের গৃহকর্মীরা – যাদের সৌদি আরবে বসবাস করার অনুমতিপত্র রয়েছে এবং যারা ভ্রমণের সময় সঙ্গে ছিলেন, তারা স্থলপথে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
জাওয়াজাত জানিয়েছে যে, নন-সৌদি সদস্যদের সাথে থাকা সৌদি নাগরিক যদি তাদেরকে নিয়ে দেশে প্রবেশ করতে ইচ্ছুক হন, তবে তাকে আগেই এবশের পোর্টাল এর মাধ্যমে পরিবারের বা সাথে থাকা নন-সৌদি সদস্যদের জন্য আবেদন করে অনুমতি নিতে হবে এবং তার সাথে উল্লেখ্য ব্যক্তির সম্পর্ক উল্লেখ করে কাগজপত্র সাবমিট করতে হবে। এছাড়াও এবশের পোর্টালে নাগরিক এবং তার সাথে থাকা নন-সৌদি পরিবার সদস্য ও গৃহকর্মী – তারা অনুমতির জন্য আবেদনের পাশাপাশি কোন বন্দর দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক সেটাও উল্লেখ করে দিতে হবে।
জাওয়াজাত জানিয়েছে, প্রথম ধাপে আল-খাফজি, আলরাকাই, আল-বাথা, এবং কিং ফাহাদ ব্রিজ স্থলবন্দরগুলো দিয়ে সৌদি আরবের চারপাশের দেশগুলো অর্থাৎ কুয়েত, বাহরাইন, কাতার, ইত্যাদি দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। পরবর্তী ধাপে জাতীয় তথ্যকেন্দ্রে এর তথ্যের ভিত্তিতে বাকি স্থলবন্দর দিয়েও প্রবেশের সুযোগ দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এখানে উল্লেখ্য যে, সকল নন-সৌদি নিবাসীকে অনুমতি পাবার পরে সৌদি নাগরিকদের সাথে প্রবেশের সময় সাথে করে “করোণাভাইরাসে আক্রান্ত নন/করোণাভাইরাসের উপসর্গ নেই” মর্মে পিসিআর এক্সামিনেশন সার্টিফিকেট বহন করতে হবে, যা প্রবেশের সময়ের পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করা হতে হবে। এছাড়াও সৌদি নাগরিকদের স্থলবন্দরের মাধ্যমে প্রবেশের সম্পূর্ণ প্রক্রিয়াতেই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে চলতে হবে।
সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট ২০২০, ২৩:৪৯
পাঠকের মন্তব্য