ভিসা পলিসি পরিবর্তনের কারণেই আবুধাবি থেকে ৬৮ যাত্রী ফেরত : তদন্ত প্রতিবেদন

ভিসা পলিসি পরিবর্তনের কারণেই আবুধাবি থেকে ৬৮ যাত্রী ফেরত
ভিসা পলিসি পরিবর্তনের কারণেই আবুধাবি থেকে ৬৮ যাত্রী ফেরত

আবুধাবি কর্র্তৃপক্ষের ভিসা পলিসি পরিবর্তনের কারণেই ৬৮ বাংলাদেশি যাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। গত ১৭ আগস্টের ওই ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

বিমানের দাবি, এ ঘটনায় তাদের কোনো দায় নেই। আবুধাবি ইমিগ্রেশন কন্ট্রোল অথরিটি (এআইসিএ) ভিসা পলিসির যে পরিবর্তন করেছে তা অন্যান্য দেশের কর্মীদের জন্যও প্রযোজ্য হবে বলেও জেনেছে তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা জানান, সব কাগজপত্র ও বৈধ ভিসা থাকার পরও আবুধাবি থেকে ফেরত পাঠানো যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই বিমানকে দায়ী করে বিক্ষোভ করেন। অনেকের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

১৭ তারিখের ওই ঘটনার পরপরই আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকের সিদ্ধান্তে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত রবিবার তদন্ত কমিটি এক দীর্ঘ বৈঠক শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে। আজ মঙ্গলবার তা দাখিল করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেন ওই ৬৮ বাংলাদেশিকে আবুধাবিতে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি তার যৌক্তিক কারণ ও ব্যাখ্যা চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংযুক্ত আরব আমিরাত সিভিল এভিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়। তাদের থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আসলে এআইসিএর ভিসা পলিসি পরিবর্তন করায়।

বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের এক কর্মকর্তা গতকাল রাতে বলেন, আবুধাবিতে ডিপ্লোম্যাট ও এমপ্লয়মেন্ট এই দুই ধরনের ভিসা চালু আছে। তবে করোনার কারণে এআইসিএ বিদেশি শ্রমিকদের জন্য ভিসা পলিসিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। ওই কারণেই বৈধ ভিসা থাকলেও বাংলাদেশি যাত্রীদের প্রবেশ করতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এতে বিমান বাংলাদেশের কোনো গাফিলতি বা দায় ছিল না বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, করোনা পরীক্ষা-নিরীক্ষা করেই তারা ঢাকা থেকে আবুধাবি যান। কিন্তু সঠিক কারণ জানার আগেই ফিরতে হয় তাদের নিরাশ হয়ে।

ওই কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদনে আরব আমিরাত সরকারের কাছে ভিসা সহজীকরণসহ বৈধ ভিসাধারী কর্মীদের কাজে যোগদানের জন্য সুপারিশ করা হয়েছে। আজ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বশেষ আপডেট: ২৬ আগস্ট ২০২০, ১০:২৩
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও