সৌদিতে চুরি ও জালিয়াতির অভিযোগে আফ্রিকার গ্যাং গ্রেফতার

রিয়াদ পুলিশ
রিয়াদ পুলিশ

সৌদিতে চুরি ও জালিয়াতির অভিযোগে আফ্রিকার গ্যাং গ্রেফতার

সৌদিতে চুরি ও জালিয়াতের দায়ে আফ্রিকার একটি গ্যাংকে আটক করেছে রিয়াদ পুলিশ। জানা যায়, প্রবাসী এই চক্রটি দীর্ঘদিন থেকেই চুরি ও জালিয়াতির সাথে জড়িত ছিলো।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রিয়াদের মুখপাত্রের বরাত থেকে আরো জানা যায়, এই সন্ত্রাসী দলটির বিরুদ্ধে ২৪ টি চুরির অভিযোগ ছিল। এই জালিয়াত চক্রের সদস্যরাই আল-সেলা ও রিয়াদের আল-মাশেলের এলাকার গুদাম থেকে তামার ক্যাবল এবং বৈদ্যুতিক সার্কিট ব্রেকার চুরি করেছিল “।

জানা যায়, এই গ্যাংটি চুরি করার পর, শহরের পূর্ব দিকে আল-স্লেয়া পাড়ার একটি ফাকা জমিতে চুরি করা ক্যাবলগুলো থেকে তামা বের করার জন্য চুরির মালামাল জমা করত।

২৫ আগষ্ট (মঙ্গলবার) পুলিশ মেজর খালিদ আল-ক্রেডিস এসব তথ্যের সত্যতা জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে, এই চক্রের সদস্যদের জন্য পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই এই চক্রটি রিয়াদের আশেপাশের এলাকা থেকে চুরি করে আসছিলো। পুলিশ তাদেরকে ধরার জন্য এর আগেও চেষ্টা চালিয়েছিলো। অবশেষে প্রতারক এই চক্রটিকে ধরতে সফল হয়েছে সৌদি পুলিশ।

সর্বশেষ আপডেট: ২৭ আগস্ট ২০২০, ১৫:৪১
Desk
এড্যমিন

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও