বাংলাদেশে বর্তমানে এককভাবে জেট ফুয়েল কিনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে।
তারা প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক বেশি দামে বাংলাদেশে তেল সরবরাহ করছে। আবার বিদেশি এয়ারলাইন্সের চেয়ে দেশীয় এয়ারলাইন্সের কাছ থেকে দামও বেশি নিচ্ছে।
একমাত্র তেল বিক্রেতা প্রতিষ্ঠান হওয়ায় তারা একচেটিয়া দাম নির্ধারণ করছে। এক্ষেত্রে আরও বেশি প্রতিষ্ঠানকে জেট ফুয়েল বিক্রির সুযোগ দেয়া উচিত। এতে ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়বে, পণ্যের মূল্যও কমবে।
দেশীয় এয়ারলাইন্সগুলোকে যাতে উচ্চমূল্যে আর জ্বালানি তেল কিনতে বাধ্য করা না হয়, সেজন্য এমন উদ্যোগ এখন সময়ের দাবি।
সর্বশেষ আপডেট: ২৮ আগস্ট ২০২০, ১৩:৪১
পাঠকের মন্তব্য