সৌদি কাস্টমস ইলেকট্রনিক সিগারেট আমদানি নিষিদ্ধ করেছে!

ইলেকট্রনিক সিগারেট
ইলেকট্রনিক সিগারেট

সৌদি কাস্টমস যেকোন প্রকার শিপিং কোম্পানি এর মাধ্যমে বা ব্যক্তিগতভাবে সকল প্রকার সীসা, ই-সিগারেট এবং এদের এক্সেসরিজ এর আমদানী নিষিদ্ধ করা হয়েছে! এবং এই আইন অমান্যে জরিমানার বিধানও ধার্য করা হয়েছে!
সৌদি কাস্টমস ইলেকট্রনিক সিগারেট আমদানি নিষিদ্ধ করেছে!

সকল প্রকার ইলেকট্রনিক সিগারেট ও সীসা এবং এগুলোর এক্সেসরিজ আমদানী নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি কাস্টমস। ব্যক্তিগতভাবে বা কোন শিপিং কোম্পানির মাধ্যমে কেউ এসকল দ্রব্য আনতে পারবেন না। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে এসকল পণ্য আমদানী করেন, তবে আমদানীকৃত পণ্য জব্দ করা হবে, আমদানীকারককে জরিমানা করা হবে, এবং এই ঘটনাটি অপরাধ হিসেবে রেকর্ড রাখা হবে। শুধুমাত্র যেসকল কোম্পানি সৌদি ফুড এন্ড ড্রাগস অথোরিটি এর দ্বারা অনুমতিপ্রাপ্ত, তারাই বানিজ্যিকভাবে এসকল পণ্য আমদানী করতে পারবে।

এছাড়াও আরো একটি ঘোষণায় সৌদি কাস্টমস কিছু বিশেষ পরিস্থিতির ব্যাপারে জানিয়েছে, যেসকল অবস্থায় আমদানীকারন কাস্টম ডিউটি বা আমদানী শুল্ক রিফান্ড এর দাবী করতে পারবেন।

যেসকল বিদেশী পণ্য পুনরায় বাইরের দেশে রপ্তানি করা হচ্ছে, যেসকল পণ্যে কোণ মানগত বা প্রস্তুত ত্রুটী রয়েছে, সেসকল পণ্যে আমদানী শুল্ক রিফান্ড এর দাবী করতে পারবেন আমদানীকারক।

সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২০, ২৩:১৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও