চট্টগ্রাম বন্দরের শেডের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

চট্টগ্রাম, আগুন, চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম, আগুন, চট্টগ্রাম বন্দর

চার ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেডের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী আকবর।

এর আগে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেডে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের ১২টি গাড়ি, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ট্রাক ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপক দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী আকবর জাগো নিউজকে বলেন, ‘রাত ৮টা থেকে ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার ফাইটারটা। ক্ষয়ক্ষতির বিষয়টি আরও পরে জানা যাবে।’

এদিকে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১৫ জুলাই ২০২০, ২২:২৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও