লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী করোনা মহামারীর মধ্যে দেশে এসে ফিরতে গিয়ে এখন উড়োজাহাজের টিকেট নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।
কোনো কোনো দেশে ফ্লাইট চলছে না; যেগুলোতে চলছে, সেগুলোতে টিকেট পাওয়া দুষ্কর, আবার পেলেও দিতে হচ্ছে চড়া দাম।
এখন মধ্যপ্রাচ্যগামী টিকেটের চাহিদা বেশি থাকলেও সেখানে ফ্লাইট গুটিকয়েক বলে এই ভোগান্তি বলে জানিয়েছেন ট্রাভেল এজেন্টরা।
আসুন জেনে নেওয়া যাক বর্তমানে কোন কোন বিদেশী বিমানসংস্থা ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করছে।
বিদেশী এয়ারলাইন্সগুলোর মধ্যে ঢাকা থেকে এখন এয়ার এরাবিয়া ও এমিরেটস যাত্রী নিয়ে আমিরাতের নানা গন্তব্যে যাচ্ছে।
কাতার এয়ারওয়েজ ট্রানজিট যাত্রীদের নিয়ে যাচ্ছে দোহা। শ্রীলঙ্কান এয়ারলাইন্স ট্রানজিট যাত্রী নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে।
মালয়েশিয়ান এয়ারলাইন্স শুধু সেদেশের যাত্রী পরিবহন করছে।খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম।
পাঠকের মন্তব্য