প্রতিমাসের হিসেবে, যেখানে বিগত জুন মাসে সৌদি প্রবাসীরা ১৩.৯ বিলিয়ন রিয়াল রেমিট্যান্স ট্রান্সফার করেছেন, সেখানে বিগত জুলাই মাসেই জুনের চাইতে ৮.৯ শতাংশ বেশি, ১৫.২১৩ বিলিয়ন রিয়াল রেমিট্যান্স ট্রান্সফার করেছেন প্রবাসীরা।
অপরদিকে, বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বসবাস করা সৌদি নাগরিকরা সৌদি আরবে রেমিট্যান্স পাঠিয়েছেন বিগত বছরের জুলাই মাস এর তুলনায় ২৯.৫ শতাংশ কম। বিগত জুলাই ২০১৯ এ যেখানে সৌদি নাগরিকরা সৌদি আরবে ৫.৪২৭ বিলিয়ন রিয়াল রেমিট্যান্স পাঠিয়েছেন, সেখানে চলতি বছরের জুলাই মাসে এই রেমিট্যান্সের পরিমান ৩.৮২৭ বিলিয়ন রিয়াল।
সৌদি আরবের বেকার ও তরুণদের কাজ দেবার জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে সৌদি সরকার। এর মাঝে বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করার পাশাপাশি বিভিন্ন সেক্টরে প্রবাসী কর্মচারীদের পরিবর্তে সৌদি নাগরিকদের কাজে নেয়ার ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন আরোপ করছে সৌদি সরকার।
পাঠকের মন্তব্য