করোনার বিস্তার রোধে কুয়েত প্রবেশে নিষিদ্ধের তালিকায় থাকা বাংলাদেশসহ ৩২ দেশের বিষয়টি আলোচনা বা পর্যালোচনা হতে পারে বৃহস্পতিবার ।
সোমবার মুলতবি হওয়া মন্ত্রিপরিষদের বৈঠক বৃহস্পতিবার হবে এবং একই দিন বিষয়টি পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩২ দেশের ফ্লাইটের বিষয়ে কোন আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে কুয়েতের দৈনিক আল কাবাস ।
গেল ১ আগস্ট থেকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা দেওযা হয়েছে বাংলাদেশসহ ৩২ দেশের জন্য ।
নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।
কুয়েতের মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে দেশটির আরবী দৈনিক আল কাবাস বিষয়টি নিশ্চিত করে।
পাঠকের মন্তব্য