সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরে ১০ বছরের পুরনো প্রবাসী শ্রমিকদের কন্ট্রাক্ট রিনিউ হবে না

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরে যেসকল প্রবাসী শ্রমিক ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাদের কন্ট্রাক্ট রিনিউ করা হবে না। তবে, এদের মাঝে যেসকল শ্রমিক বিশেষ ক্ষেত্রে অভাবনীয় কাজ করছেন, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম করা হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরে যেসকল শ্রমিক ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন, তাদের কন্ট্রাক্ট রিনিউ করা হবে না। সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরকে সৌদিকরন করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনুমান করেছেন অনেকেই।

সৌদি আরবের ক্যাবিনেট যেসকল প্রবাসী শ্রমিক সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরে ব্যতিক্রমধর্মী কাজ করছেন বা অভাবনীয় অবদান রাখছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ফ্যাকাল্টি মেম্বারদের কন্ট্রাক্ট রিনিউ এর ক্ষেত্রে ব্যতিক্রম সিদ্ধান্ত নেবে এবং তাদেরকে নিজেদের ক্ষেত্রে কাজ করে যাবার সুযোগ দেয়া হবে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো যে সৌদি আরবের পাবলিক হেলথ সেক্টরে নতুন করে নিয়োগ দেয়া প্রবাসীদের লেবার কন্ট্রাক্টে ১০ বছরের বেশি সময়সীমা দেয়া যাবে না, এবং এই কন্ট্রাক্ট এর সময়সীমা বৃদ্ধি করার ব্যাপারে শুধুমাত্র ডিরেক্টর অফ হেলথ এফেয়ার্স এবং দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিভাগসমূহের এক্সিকিউটিভ হেডদের এখতিয়ার রয়েছে।

সর্বশেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও