৮৫ টিরও বেশি গন্তব্যে সাপ্তাহিক ৬৫০টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।
সোমালির সরকার করোনার জন্য দেওয়া নিষেধাজ্ঞাগুলি সহজ করার পরে আন্তর্জাতিক বিমান
ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এক মাস পরে রবিবার থেকে কাতার এয়ারওয়েজ মোগাদিসুতে
পুনরায় ফ্লাইট চালু করছে।
শুক্রবার এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, সোমালিয়ার রাজধানী এবং দোহা রুটে ৬
সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনবার ফ্লাইট পরিচালনা করবে।
এই রুটে পুনরায় ফ্লাইট চালু করার ফলে বিশ্বব্যাপী ক্যারিয়ারটি এডিস আবাবা, দার এস সালাম, জিবুতি, কিগালি, কিলিমঞ্জারো, নাইরোবি, তিউনিস ও জাঞ্জিবার সহ নয়টি গন্তব্য জুড়ে এই মহাদেশে ৪০ টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।
কাতার এয়ারওয়েজের গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিমান সংস্থাটি বিশ্বব্যাপী ৮৫ টিরও বেশি গন্তব্যে সাপ্তাহিক ৬৫০টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
সর্বশেষ আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭
পাঠকের মন্তব্য