দালাল থেকে বাঁচতে সরকারি অফিসে যোগাযোগ করতে বিদেশযাত্রীদের আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

দালাল থেকে বাঁচতে সরকারি অফিসে যোগাযোগ করতে বিদেশযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মুখ্য আলোচক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রবাসীদের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে সরকার। এ মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করে মানুষের জীবনমান উন্নয়ন করে উন্নত দেশে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নাগরিক যারা প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আরো দক্ষতার সঙ্গে কাজ করে উন্নত রাষ্ট্রগুলোর নজর কাড়তে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. এম মুনছুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুমের মাধ্যমে কনফারেন্সে অংশ নেন।

সর্বশেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৩২
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও