জেদ্দায় করোনার নিয়ম না মানায় ২৩৫টি দোকান বন্ধ করার নির্দেশ!

জেদ্দা
জেদ্দা

জেদ্দায় ৫১ টি ওয়ার্কশপ সহ মোট ২৩৫টি দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে জেদ্দা মিউনিসিপ্যালিটি এর ইন্সপেকশন টীম! এসকল দোকানে করোনাভাইরাস প্রতিরোধের নিয়ম ও নির্দেশনা মেনে না চলার কারনেই দোকানগুলোকে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জেদ্দায় করোনার নিয়ম না মানায় ২৩৫টি দোকান বন্ধ করার নির্দেশ!

সাব মিউনিসিপ্যালিটি এর আন্ডার সেক্রেটারি, মোহাম্মেদ বিন ইব্রাহিম আল জাহরানি জানান, সাব-মিউনিসিপ্যালিটিকে দায়ত্ব দেয়া হয়েছে বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি এবং করোনা প্রতিরোধে নির্ধারিত নিয়ম কানুন মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য। জেদ্দা শহরের দোকানপাট ইন্সপেক্ট করে ৫১ টি ওয়ার্কশপ সহ ২৩৫টি দোকানে স্বাস্থ্যবিধি লংঘন করা হচ্ছে বলে শনাক্ত করে ইন্সপেকশন টীম। এরই প্রেক্ষিতে এই ২৩৫টি দোকানকে বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়।

সৌদি আরবে করোনা প্রতিরোধে বেশকিছু নিয়ম জারি করেছে সরকার। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানকেই তাদের কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার প্রদান করতে হবে, এবং কর্মী ও ক্রেতা, সকলকেই শরীরের তাপমাত্রা মেপে শপিং মলে প্রবেশ করাতে হবে। সামাজিক দুরত্ব না মেনে ক্রেতারা বা কর্মীরা শপিং মল এর ভেতরে বা বাইরে কোনপ্রকার ভীড় করলে ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৩১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও