সৌদি আন্তর্জাতিক ফ্লাইট খুলে যেতে পারে শীঘ্রই।ফ্লাইট খোলার বিষয়টি সংশ্লিষ্টরা গুরুত্বের সঙ্গে পুর্নবিবেচনা করছেন। যে কোন মুহূর্তে আসতে পারে লাখো প্রবাসীর সেই কাঙ্ক্ষিত খবর !
সৌদি আন্তর্জাতিক ফ্লাইট খুলে যেতে পারে শীঘ্রই
কোভিড-১৯ তাণ্ডবের কারণে বিশ্বজুড়ে সৌদি আরবসহ প্রায় সব দেশেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। চলছে শুধুমাত্র কিছু বিশেষ ফ্লাইট। তবে গত ২ সেপ্টেম্বর সৌদি এয়ার তাদের ওয়েবসাইটে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বাংলাদেশসহ যে ২৫টি দেশ হতে সৌদি আরব আসা যাবে তার একটি তালিকা দিয়েছে।
সেই সাথে তারা দিয়েছে সৌদি আরবে আসতে আগ্রহী যাত্রীদের কিছু নির্দেশনা।
আজ(১১ আগস্ট) সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তওফিক আল রাবিয়াহ জানিয়েছেন যে সৌদি আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারটি সৌদি সরকার বিশেষভাবে বিবেচনা করছে। তবে এতে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে। এর সাথে কোন প্রকার আপোষ চলবে না।
তবে এ ব্যাপারে আল রাবিয়াহ জানান যে সৌদি বাদশা কিং সালমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এই মুহূর্তেও যেহেতু নভেল ক’রোনাভাইরাসের বেশ সংক্রমন হচ্ছে সেক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে চলতি বছরের ১৫ মার্চ হতে সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে।
তবে বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬
পাঠকের মন্তব্য