করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে বিমানে ভ্রমণের জন্য যাত্রীদের ফেসগার্ড পরতে হবে।
সঙ্গে থাকবে মাস্ক ও হ্যান্ড গ্লোভস।
আগামীকাল রোববার থেকে যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে।
ভ্রমণের সময় যাত্রীদের ফেসগার্ড সরবরাহ করতে হবে এয়ারলাইন্সগুলোকেই।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আগামীকাল থেকে প্লেনে পাশাপাশি সিটে যাত্রীরা বসতে পারবেন। এছাড়াও আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটে ফেসগার্ড ব্যবহার করতে হবে। এটি দেখতে অনেকটা ফেসশিল্ডের মতো। আগের মতো এয়ারলাইন্সগুলোকেই যাত্রীদের হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং ফেসশিল্ড সরবরাহ করতে হবে।
এদিকে রোববার থেকে প্লেনের সিটে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।
সর্বশেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮
পাঠকের মন্তব্য