শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কেজি ওজনের স্বর্ণের প্লেট নিয়ে ধরা পড়লো জেদ্দা থেকে আগত এক বিমান যাত্রী।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা থেকে আসা ফ্লাইট নং-SV-৩০০৮ এর যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে স্বর্ণের প্লেটটি জব্দ করা হয়।
কাস্টমস হাউজের সহকারী পরিচালক (এডি) সোলায়মান সাইফ হোসাইন জানান, কাস্টম হাউজের ঢাকার বি শিফট ও প্রিভেন্টিভ টিমের সহযোগিতায় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের প্রায় ১ কেজি ওজনের গোল্ড প্লেটসহ জেদ্দা থেকে আসা যাত্রীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউজ।
সর্বশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৯
পাঠকের মন্তব্য