নেপালে পুনরায় সকল ভিসা সার্ভিস চালু

নেপাল
নেপাল

নেপালের ইমিগ্রেশন বিভাগ রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান।

একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশীরাই মূলত: উপকৃত হবেন।

তিনি জানান, বিমানবন্দরে বিদেশীদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশী পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।
বিভাগটি আরো বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশীদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদেরকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।

সর্বশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও