দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল ৬০টি ওয়ান প্লাস প্রো মোবাইল!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে কোনো ট্যাক্স না দিয়ে অবৈধভাবে বহনকৃত ৬০টি ওয়ান প্লাস প্রো মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই যাত্রী এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। মধ্যরাতে তার ব্যাগ তল্লাশি করে এগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজের সি শিফটের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন। এ সময় গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়।

তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে ৬০টি মোবাইল ফোন পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আটককৃত মোবাইলের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, মোবাইল হ্যান্ডসেট একটি ট্যাক্সযোগ্য পণ্য। সাধারণত এটি আমদানির আগে আমদানি অনুমতি (ইমপোর্ট পারমিট) থাকতে হয়। এছাড়াও এটি বহনের আগে কাস্টমসে পণ্যের সংখ্যা ও মূল্যের ঘোষণা দিতে হয়।

সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও