শীঘ্রই সৌদি আরবে সীমিত পরিসরে ওমরাহ হজ চালু করে দেয়া হবে। শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত স্থানীয়দের ওমরাহ হজ পালনের সুযোগ দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবে অবস্থিতদের জন্য সীমিত আকারে ওমরাহ হজ চালু করার সিদ্ধান্ত!
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রথম দফায় সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে অভ্যান্তরীন মন্ত্রণালয়, এবং সৌদি আরবে আন্তর্জাতিক ভ্রমনের সকল প্রকার নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে সম্পূর্ণ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির উন্নয়ন এর উপর ভিত্তি করে সৌদি আরবে ওমরাহ হজ পুনরায় চালু করার জন্য একটি পরিকল্পনা নেয়া হবে এবং ওমরাহ হজ আবার চালু করে দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এর একটি বিশ্বস্ত সূত্র।
তথ্য অনুযায়ী, প্রথম দফায় সকল স্বাস্থ্যবিধি ও শর্ত এবং নিয়মাবলী মেনে সৌদি আরবে অবস্থানরত স্থানীয়রা ওমরাহ হজ করার সুযোগ পাবেন। হজের বিধিগুলো পালন করবার পূর্বে প্রত্যেক হাজিকে সাথে করে করোনা নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে। সৌদি আরবে অবস্থানরত স্থানীয় সৌদি নাগরিক এবং প্রবাসী, সকলেই অনুমতি পাওয়া সাপেক্ষে ওমরাহ হজ পালন করতে পারবেন।
ওমরাহ হজে স্থানীয়দের কি কি নিয়ম পালন করতে হবে সেগুলোর সাথে ওমরাহ হজ চালুর তারিখও ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়।
এছাড়াও একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় এর পক্ষ থেকে একটি মোবাইল এপ লঞ্চ করা হবে, যাতে ওমরাহ হাজিদের প্রত্যেকের হজের বিধি ও আচার পালনের সময় নির্দিষ্ট করা হবে এবং জানিয়ে দেয়া হবে। এছাড়াও শর্তসাপেক্ষে প্রত্যেক হাজিকে হজ এর পারমিট প্রদান করা হবে, এবং পারমিট পাওয়া সাপেক্ষেই নির্ধারিত সময়ে হাজিরা নিজ নিজ হজ এর আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।
সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫২
পাঠকের মন্তব্য